গরমের কালে তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা ফ্যান ব্যবহার করে থাকি। যেটা আমাদের বাতাস প্রবাহ করে গরম থেকে রক্ষা করে। তুলনামূলক যখন আবহাওয়া একটু কম গরম থাকে তখন আমরা ফ্যানের গতি কমিয়ে দিই। আবার অনেক সময় বিদ্যুৎ বিল কমানোর জন্য আমরা ফ্যানের গতি কমিয়ে দিই। এখন প্রশ্ন হল, ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুৎ বিল কি আসলেই কম আসে?
ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুৎ বিল কম আসবে কিনা এটা নির্ভর করবে আপনি কোন ধরনের রেগুলেটর ইউজ করছেন। আগেরকার দিনে মূলত ইলেকট্রিক্যাল রেগুলেটর ইউজ করা হতো যেখানে ১ থেকে ৭ যেকোনো একটি সংখ্যা বেছে নিয়ে ফ্যানের গতি কন্ট্রোল করতে পারতাম। আসলে এই ধরনের রেগুলেটরগুলো শুধুমাত্র ভোল্টেজ কন্ট্রোল করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারত, যার কারণে গতি কম বেশি হলেও বিদ্যুৎ একই পরিমাণ লাগতো। তারমানে এই ধরনের রেগুলেটর এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হত না।
কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজির উন্নতির কারণে, নতুন ধরনের রেগুলেটর আবিষ্কৃত হয়েছে। সেটা হচ্ছে ইলেকট্রনিক্স রেগুলেটর। বাংলাদেশের ঘরে ঘরে বর্তমান এই ধরনের রেগুলেটর বেশি দেখা যায়। এই ধরনের রেগুলেটরগুলো ব্যবহার করে ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুৎ ব্যবহার কম হয় এবং বিদ্যুৎ বিল কম আসে। এই ধরনের রেগুলেটরগুলো ইলেকট্রিক্যাল রেগুলেটরে তুলনায় আকারে ছোট হয়ে থাকে।
তাই অপ্রয়োজনে ফ্যান চালানো থেকে বিরত থাকুন অথবা সম্ভব হলে ফ্যানের গতি কমিয়ে দিন। এতে করে বিদ্যুৎ বিল কিছুটা হলেও সাশ্রয় হবে।