আপনি হয়তো ভাবছেন একটি আয়রন মেশিন কিনবেন কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না কোন ধরনের আয়রন মেশিন কিনবেন, স্টিম নাকি ড্রাই আয়রন? আপনি কোন ধরনের আয়রন মেশিন কিনবেন তা নির্ভর করে আপনার নিজস্ব প্রয়োজনীয়তার উপর। যেমন, আপনি কোন ধরনের কাপড় আয়রন করবেন, আপনার বাজেট কত, আপনি কি পরিমান সময় আয়রনের জন্য ব্যয় করতে পারবেন এবং প্রতিদিন আপনাকে কি পরিমাণ কাপড় আয়রন করতে হতে পারে ।
আজকে আমরা এই আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনি খুব সহজে ডিসিশন নিতে পারেন কোন ধরনের আয়রন আপনার জন্য বেস্ট হবে।
স্টিম আয়রন কি এবং কিভাবে কাজ করে?
স্টিম আয়রন মূলত বাষ্প উৎপন্ন করে কাপড়ের ভাঁজগুলোকে দূর করতে সাহায্য করে। স্টিম আয়রন গুলো সাধারণ আয়রনের মত দেখতে হলেও এর ওয়ার্কিং মেকানিজম সম্পূর্ণ আলাদা। যেমন এটিতে রয়েছে একটি ওয়াটার ট্যাংক, বাষ্প উৎপন্ন করার জন্য একটি হিটিং এলিমেন্ট, আয়রন থেকে বাষ্প বের করার জন্য অনেকগুলো ছিদ্র বিশিষ্ট সোলপ্লেট।
স্টিম আয়রন টি চালু করার পর ওয়াটার ট্যাঙ্ক এ থাকা পানির মাধ্যমে হিটিং এলিমেন্ট বাষ্প উৎপন্ন করে। তারপর স্টিম করার জন্য নির্ধারিত বাটনে চাপ দিলে সোল প্লেটে থাকা ছোট ছোট ছিদ্র এর মাধ্যমে জলীয় বাষ্প বাইরে বের হতে থাকে। জলীয় বাষ্পের কারণে কাপড় গুলো খুব দ্রুত রিলাক্স হয়ে যায় এবং ভাঁজগুলোকে দূর করতে সাহায্য করে। এছাড়াও স্টিম আয়রনের আলাদা করে পানি ছিটানোর জন্য ব্যবস্থা রয়েছে।
ড্রাই আয়রন কি এবং কিভাবে কাজ করে?
ড্রাই আয়রন মূলত তাপ উৎপন্ন করে এবং সোল প্লেটের চাপের মাধ্যমে কাপড়ের ভাঁজগুলোকে দূর করে থাকে। এটিতে রয়েছে তাপ উৎপন্ন করার জন্য হিটিং এলিমেন্ট, সোল প্লেট এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রেগুলেটর।
ড্রাই আয়রন টি ব্যবহার করার জন্য, প্রথমে নির্দিষ্ট তাপমাত্রায় রেগুলেটর সেট করতে হয়। তারপর সোল প্লেটটি গরম হয়ে এলে কাপড়ের উপর রেখে চাপ প্রয়োগ করে ভাঁজগুলো দূর না হওয়া পর্যন্ত আয়রন করতে হয়।
আয়রন মেশিন নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
আয়রন মেশিন নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। করে এতে করে খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আয়রন মেশিনটি খুঁজে বের করতে পারবেন।
কাপড়ের ধরন:
কাপড়ের ধরনের উপর নির্ভর করে ড্রাই এবং স্টিম আয়রন এক এক ধরনের পারফরম্যান্স প্রদান করে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি ড্রাই আয়রনের মাধ্যমে কটন কাপড়ের কোন জামা আয়রন করতে চান তবে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে আবার অনেক সময় কাপড়ের ভাঁজগুলো সম্পূর্ণভাবে মিশে যায় না, এক্ষেত্রে স্টিম আয়রন অনেক ভালো পারফরম্যান্স করে থাকে।
অন্যদিকে ইস্টিম আয়রন দিয়ে যদি পলিস্টার বা উল জাতীয় জাতীয় কাপড় আয়রন করতে চান তবে সেটি সঠিকভাবে আয়রন করতে পারবেন না। এক্ষেত্রে ড্রাই আয়রন খুব ভালো পারফরম্যান্স করে থাকে। তারমানে এই দুই ধরনের আয়রন মেশিন কিছু নির্দিষ্ট কাপড়ের ক্ষেত্রে ভালোভাবে আয়রন করতে পারে। তাই আইরন মেশিন কেনার আগে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন ধরনের কাপড় বেশি ব্যবহার করে থাকেন।
আমরা একটি চার্ট করেছি যার মাধ্যমে সহজেই বুঝতে পারবেন কোন ধরনের কাপড় কোন ধরনের আয়রন মেশিন দিয়ে খুব ভালোভাবে আয়রন করা যায়।
আয়রনের ধরণ | উপযুক্ত ফ্যাব্রিক |
---|---|
স্টিম আয়রন | কটন, লিলেন, উল, ডেনিম, মুসলিন |
ড্রাই আয়রন | সিল্ক, নাইলন, পলিস্টার |
সময় এবং কাপড়ের পরিমান:
আয়রন মেশিন কেনার আগে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে কি পরিমান কাপড় নিয়মিত আয়রন করতে হতে পারে এবং কি পরিমান সময় আপনি এর পেছনে ব্যয় করতে পারবেন? যদি আপনার কাপড়ের পরিমান বেশি হয় এবং সময় কম থাকে তবে সে ক্ষেত্রে স্টিম আয়রন আপনার জন্য পারফেক্ট হবে। কারণ স্টিম আয়রন খুব দ্রুত কাপড়ের ভাঁজগুলোকে মিশিয়ে দিতে পারে।
অন্যদিকে যদি আপনাকে মাঝে মাঝে খুব অল্প পরিমাণ কাপড় আয়রন করতে হয়, সে ক্ষেত্রে ড্রাই আয়রন আপনার জন্য পারফেক্ট হবে। যেহেতু আপনি অল্প পরিমাণ কাপড় আয়রন করবেন এবং তুলনামূলক স্টিম আয়রন থেকে ড্রাই আয়রনের দাম কম।
বাজেটের পরিমাণ:
বাজেটের উপর ভিত্তি করেও আপনি আপনার পছন্দের আয়রন মেশিনটি ক্রয় করতে পারেন। মার্কেটে ড্রাই আয়রনের তুলনায় স্টিম আয়রনের দাম বেশি। স্টিম আয়রনের কিছু এডভান্স ফিচার থাকার কারণে এর দাম বেশি হয়ে থাকে যেমন ওয়াটার ট্যাঙ্ক, স্টিম ভেন্ট, স্টিম উৎপন্ন এবং নিয়ন্ত্রণ করার জন্য আলাদা মেকানিজম লাগে।
নিউজলেটারের জন্য সাবস্ক্রাইব করুন
Serachoice এর স্বাধীন রিভিউ, এক্সপার্ট সুপারিশ এবং মূল্য ছাড় অফার গুলো সরাসরি আপনার ইনবক্সে পেতে সাইন আপ বাটনে ক্লিক করুন।
কিভাবে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করি এবং কিভাবে আমাদের মার্কেটিং ইমেইল গুলো পাওয়া বন্ধ করতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
স্টিম এবং ড্রাই আয়রনের সুবিধা এবং অসুবিধা সমূহ:
স্টিম এবং ড্রাই আয়রনের বিভিন্ন ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলো বিবেচনা করে আপনি আপনার আয়রনটি ক্রয় করতে পারেন।
স্টিম আয়রনের সুবিধা:
- খুব দ্রুত আয়রন করা যায়।
- দ্রুত কাপড় রিলাক্স করে এবং ভাজ দূর করতে সাহায্য করে।
- অনেক স্টিম আয়রনের মাধ্যমে ঝুলিয়ে রাখা কাপড় আয়রন করা যায়।
- স্টিম এর পাশাপাশি পানি স্প্রে করার ব্যবস্থা থাকে।
- কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
- আলাদাভাবে পানি স্প্রে করা যায়।
স্টিম আয়রনের অসুবিধা:
- পানি ব্যবহারের কারণে নিয়মিত পরিষ্কারের প্রয়োজন হয়।
- পানি ফুরিয়ে গেলে রিফিল করতে হয়, এতে করে আয়রন করার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
- অতিরিক্ত পানি ব্যবহারের কারণে, ড্রাই আয়রনের তুলনায় ভারী হয়ে থাকে।
- সব ধরনের কাপড় আয়রন করা যায় না।
- ড্রাই আয়রনের তুলনায় বিদ্যুৎ খরচ এবং দাম বেশি।
ড্রাই আয়রনের সুবিধা:
- হালকা ওজনের কারণে ব্যবহার করা সহজ।
- স্টিম আয়রনের মত পানি ব্যবহার করতে হয় না, যখন ইচ্ছা তখন ব্যবহার করা যায়।
- এটিকে সহজে পরিষ্কার করা যায়।
- তুলনামূলক দাম কম।
ড্রাই আয়রনের অসুবিধা:
- অতিরিক্ত প্রেসার দেওয়ার প্রয়োজন হয় আয়রন করার জন্য।
- সহজেই ভাজ দূর হয় না।
- তুলনামূলক সময় বেশি লাগে।
- এর মাধ্যমে কাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- পানি স্প্রে করার অপশন থাকেনা, তাই আলাদা করে স্প্রে বোতল ব্যবহার করতে হয়।
- ঝুলিয়ে রাখা কাপড় আয়রন করা যায় না।
উপসংহার:
সুতরাং যারা কাপড় আয়রন করার জন্য সময় কম দিতে চাচ্ছেন, নিয়মিত অনেক বেশি পরিমাণ কাপড় আয়রন করতে হয়, সহজেই কাপড়ের ভাঁজ দূর করতে চাচ্ছেন এবং বাজেট একটু বেশি তাদের জন্য স্টিম আয়রন পারফেক্ট হবে।
অন্যদিকে, যাদের মাঝে মাঝে কাপড় আয়রন করতে হয়, কাপড়ের সংখ্যাও কম। এমন কাপড় সেগুলোর সিস্টেম করার প্রয়োজন হয় না এবং বাজেট তুলনামূলক কম। তাদের জন্য ড্রাই আয়রন পারফেক্ট হবে।