বর্তমান এই দ্রুত গতির পৃথিবীতে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দরকারি যোগাযোগ, সোশ্যাল মিডিয়া চালাতে, ছবি তুলতে এবং বিভিন্ন কাজে আমরা মোবাইলফোন ব্যবহার করে থাকি। তাই দীর্ঘ সময় আমাদের প্রিয় মোবাইলটিকে সচল এবং নতুনের মতো রাখতে আমাদেরকে নিতে হবে কিছু পদক্ষেপ। এই আর্টিকেলে আমরা আপনাকে কিছু সহজ টিপস দিবো যেগুলো ফলো করে খুব সহজে রাখতে পারবেন নতুনের মতোই।
1. ভালো মানের ফোন কেস:
দুর্ঘটনাবশত বা অসাবধানতাবশত অনেক সময় হাত থেকে পরে মোবাইলফোন ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি ভালো মোবাইল ক্রয়ের সাথে সাথে একটি ভালোমানের ফোন কেস ক্রয়ের দিকে মনোযোগ দেয়া উচিৎ।
2. ভালোমানের স্ক্রিন প্রটেক্টর:
মোবাইলফোনে সহজেই ক্ষতিগ্রস্থ হতে পারে এমন একটি অংশ হচ্ছে স্ক্রিন। এটি খুব সামান্য আঘাতেই ক্ষতিগ্রস্থ হতে পারে। মোবাইলফোনের অন্যতম দামি পার্টস হওয়ার কারণে একবার ক্ষতিগ্রস্থ হলে, অনেক পরিমান টাকা জরিমানার সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই স্ক্রিন প্রতেকক্টর ক্রয়ের সময় কৃপণতা না করাই বুদ্ধিমানের কাজ হবে।
3. ফোন পরিষ্কার রাখুন:
আপনার প্রিয় ফোনটিকে নিয়মিত পরিষ্কার করুন এতে করে দীর্ঘদিন সহজেই ব্যবহার করতে পারবেন। গরম সাবান পানি এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল ৭০% ব্যবহার করে আপনার প্রিয় ফোনটিকে পরিষ্কার রাখতে পারেন। চার্জিং পোর্টে ময়লা জমলে কাঠের টুথপিক দিয়ে খব আলতো ভাবে পরিষ্কার করতে পারেন।
নিউজলেটারের জন্য সাবস্ক্রাইব করুন
Serachoice এর স্বাধীন রিভিউ, এক্সপার্ট সুপারিশ এবং মূল্য ছাড় অফার গুলো সরাসরি আপনার ইনবক্সে পেতে সাইন আপ বাটনে ক্লিক করুন।
কিভাবে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করি এবং কিভাবে আমাদের মার্কেটিং ইমেইল গুলো পাওয়া বন্ধ করতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
4. ভালো চার্জিং অভ্যাস:
আমরা ভাবি চার্জ শেষ হলেই চার্জ দিতে হয় কিন্তু এটা সঠিক নিয়ম নয়। একটি রিসার্সে দেখা গেছে ফোনের ব্যাটারীর চার্জ যদি ২০% নিচে না নামানো হয় এবং ৮০% উপরে চার্জ না দেয়া হয় তবে ব্যাটারির এর মেয়াদকাল অনেক বেড়ে যায়। তাই চার্জের সমস্যায় পড়তে না চাইলে এখন থেকেই ভালো অভ্যাস গড়ে তুলুন।
5. ম্যালওয়্যার থেকে রক্ষা করুন:
ফোনে এপস ইনস্টলের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত অন্যথায় আপনার প্রিয় ফোনটি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। যদি খুব বেশি প্রয়োজন না হয় তবে বিশ্বাসযোগ্য নয় এমন জায়গা থেকে ডাউনলোড করা থেকে বিরত থাকুন। আপনার প্রয়োজনীয় যেকোনো অ্যাপ এন্ড্রোয়েড প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
6. যত্নের সাথে ব্যবহার:
যত্নের সাথে আপনার প্রিয় ফোনটিকে ব্যবহার করুন যাতে এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এমন জায়গায় রাখবেন না যেখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা আছে, ভারী কোনো বস্তু এর উপর রাখবেন না এবং পানি থেকে দূরে রাখুন।
7. ফোন স্টোরেজ ফাঁকা রাখুন:
আপনার মোবাইল ফোনের স্টোরেজ যদি পূর্ণ হয়ে যায় তবে ধীরগতির হয়ে যাবে। কারণ ফোন ভালোভাবে চলার জন্য যথেষ্ট পরিমান জায়গা লাগে। তাই অপ্রোজনীয় অ্যাপ গুলো ডিলেট করে দিন, মোবাইল ধারণকৃত ছবি এবং ভিডিও ক্লাউড স্টোরেজ অথবা কম্পিটারে ট্রান্সফার করুন নিয়মিত।
8. স্টোরেজ বৃদ্ধি করুন:
বর্তমান ফোনের সাথে বিল্ট-ইন অনেক স্টোরেজ থাকে তবুও অনেক সময় অ্যাপ এর সাইজ বড়ো, প্রয়োজনীয় ছবি এবং ভিডিও আমাদের মোবাইলেই রাখার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে আপনি অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় স্টোরেজ থাকার কারণে ফোন ধীরগতির হওয়ার সম্ভাবনা থাকে না।
9. নিয়মিত অ্যাপ আপডেট করুন:
একবার অ্যাপ ইনস্টল করার করার পরে আর আমরা অ্যাপটিকে আপডেট দেয়ার কথা প্রয়োজন মনে করি না। কিন্তু এটি খুব দরকারি একটি কাজ যেটা আপনার ফোনকে ভালোভাবে চলতে সাহায্য করে। অ্যাপস এ বিভিন্ন ধরণের ত্রুটি থাকে, নিরাপত্তাজনিত সমস্যা বা নতুন ফিচার যোগ করতে হয়। তাই যখনি কোনো অ্যাপ আপডেড আসবে সাথে সাথে ডাউনলোড করে নিন তাহলে আপনার ফোনটি ভালোভাবে চলতে পারবে।
10. বাচ্চাদের থেকে দূরে রাখুন:
অনেকসময় আমাদের প্রিয় ফোনটিকে বাচ্চাদের হাতে দিয়ে রাখি কিন্তু এর ফলে বাচ্চা হাত থেকে ফেলে দিতে পারে এবং অনেক সময় বাচ্চার মুখের লালায় ফোনের ক্ষতি হতে পারে। তাই বাচ্চাদের কাছ থেকে প্রিয় ফোনটি দূরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
11. অরজিনাল এক্সেসরিস ব্যবহার করুন:
অনেক সময় আমাদের মোবাইলের সাথে আসা অরজিনাল চার্জিং এডাপ্টার বা ক্যাবল নষ্ট হয়ে যায়। তখন আমরা নতুন করে আবার কিনতে বাধ্য হই। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ফোনের কনফিগারেশন অনুযায়ী ভালোমানের চার্জিং এডাপ্টার বা ক্যাবল কিনতে। যদি আপনি কমদামি, খারাপ কোয়ালিটির কিনেন তাহলে সেটা আপনার মোবাইল ক্ষতির কারণ হবে বিশেষ করে মোবাইলের ব্যাটারি ক্ষতিগ্রস্থ হয়।
শেষকথা:
আপনার প্রিয় ফোনটিকে অবহেলা না করে, প্রতিনিয়ত যত্ন নিন। যত্নের সাথে ব্যাহবার করুন, ভালোমানের এক্সেসরিস লাগান, পানি থেকে দূরে রাখুন, নিয়মিত পরিষ্কার করুন এবং উপরে দেয়া টিপস গুলো ভালোভাবে মেনে চলুন। তাহলে আপনার ফোনটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নতুনের মতোই।